বাক্য শুদ্ধিকরণ-বাংলা ভাষার শুদ্ধপ্রয়োগ--পর্ব ১
অশুদ্ধ: তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে।
শুদ্ধ: তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
অশুদ্ধ: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ।
শুদ্ধ: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
শুদ্ধ: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
অশুদ্ধ: আমি বড় অপমান হইয়াছি।
শুদ্ধ: আমি বড় অপমানিত হইয়াছি।
শুদ্ধ: আমি বড় অপমানিত হইয়াছি।
অশুদ্ধ: সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
শুদ্ধ: সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
শুদ্ধ: সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
অশুদ্ধ: এ বিষয়ে তাহারা সচেষ্টিত নহে।
শুদ্ধ: এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে।
শুদ্ধ: এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে।
অশুদ্ধ: তাহারা যেন ভূল করার প্রতিযোগীতায় নেমেছে।
শুদ্ধ: তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
শুদ্ধ: তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
অশুদ্ধ: আশাকরি তুমি আরোগ্য হইয়াছ।
শুদ্ধ: আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
শুদ্ধ: আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
অশুদ্ধ: ইহা প্রমাণ হইয়াছে।
শুদ্ধ: ইহা প্রমাণিত হইয়াছে।
শুদ্ধ: ইহা প্রমাণিত হইয়াছে।
অশুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
শুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
শুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
অশুদ্ধ: অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন অনিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন অনিবার্য।
অশুদ্ধ: অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।/অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।/অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
অশুদ্ধঃএকের লাঠি দশের বোঝা।
শুদ্ধঃদশের লাঠি একের বোঝা।
শুদ্ধঃদশের লাঠি একের বোঝা।
অশুদ্ধ: ইহার আবশ্যক নাই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই।
অশুদ্ধ: হীন চরিত্রবান লোক পশ্বাধম।
শুদ্ধ: চরিত্রহীন লোক পশ্বাধম।
শুদ্ধ: চরিত্রহীন লোক পশ্বাধম।
অশুদ্ধ: তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন।
শুদ্ধ: তার অন্তর তিমিরাচ্ছন্ন।
শুদ্ধ: তার অন্তর তিমিরাচ্ছন্ন।
অশুদ্ধ: মাতাহীন শিশুর কি দুঃখ।
শুদ্ধ: মাতৃহীন শিশুর কি দুঃখ।
শুদ্ধ: মাতৃহীন শিশুর কি দুঃখ।
অশুদ্ধ: সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি।
শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি।
অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত।
শুদ্ধ: মাছগুলোর দাম কত।
শুদ্ধ: মাছগুলোর দাম কত।
অশুদ্ধ: বিদ্যান হইতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়।
শুদ্ধ: বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়।
শুদ্ধ: বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়।
অশুদ্ধ: দিবারাত্র পরিশ্রমে তাহার শারিরীক স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।
শুদ্ধ: দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।
শুদ্ধ: দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন